ভেরিয়েবল কি?
ভেরিয়েবল হল একটা ধারক বা পাত্রের মত। মনে করুন আপনি এক লিটার পানি সংরক্ষন করতে চান তাহলে আপনার একটি পাত্র দরকার হবে যার ধারন ক্ষমতা ১ লিটার বা ১ লিটার থেকে বেশি। একইভাবে প্রোগ্রামিং করার সময় যখন কোন ডাটা সংরক্ষন করার দরকার হয় তখন আমাদের একটি মেমরী স্পেস দরকার হয়। এই মেমরী স্পেসকেই প্রোগ্রামের ভাষায় ভেরিয়েবল বলে।