বহুব্রীহি শব্দের অর্থ কি ?
বহুগম
বহুধান
বহুচাল
বহুআটা
Description (বিবরণ) :
প্রশ্ন: বহুব্রীহি শব্দের অর্থ কি ?
ব্যাখ্যা:
বহুব্রীহি শব্দের অর্থ বহুধান।
বহুব্রীহি (বিশেষ্য পদ) টির অর্থ - সমাসের নাম যে সমাসে সমস্যমান পদগুলোর কোন একটি পদের অর্থ প্রধান রূপে না বুঝিয়ে তাদের দ্বারা অন্য পদকে বুঝায় - যথা, পদ্মনাভ, শূলপাণী।
Related Question
'গলায় গামছা যার ' -এটি কোন ধরনের বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য?
নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
অলুক বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
জনশ্রুতি
অনমনীয়
খাসমহল
তপোবন
কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ?
কাজ-কর্ম
খাসমহল
মুখোমুখি
উপকূল
কোনটি 'বহুব্রীহি' সমাসের উদাহরণ?
বিমনা
সজ্জন
প্রভাত
নির্বিঘ্ন
কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
সুবর্ণ (সু বর্ণ যার)
বৃষ্টি ধৌত (বৃষ্টিতে ধৌত )
ক্রোধানল (ক্রোধরূপ অনল)
হররোজ (রোজ রোজ)
কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস?
চিরসুখী
দশানন
গায়ে হলুদ
কানাকানি