Site icon স্যাট একাডেমী ব্লগ

আমার ছেলেবেলা কই

আমার ছেলেবেলা কই

#পিয়াস_

হিম জড়ানো পাহাড় ছোঁয়া
গল্প গুলি কই,
বুকের ভেতর টগবগে সেই
স্বপ্ন গুলি কই,
মায়ের  কোমল মায়ার বুলির
উপচে পড়া স্রোত,
সেই স্রোতে রোজ গা ভাসানো
রাজার কুমার কই.?
খড়িমাটির ছন্দে আঁকা
নৌকোগুলি,
দূর সোপানে ছড়িয়ে দেওয়া
পথের ধুলি,
সেই ধুলিতে খাঁজ কাটা সেই
প্রাসাদ গেলো কই,
ছেলেবেলার হাজার রঙের
এক ছটা রঙ কই..?

দুষ্টুমিতে গাঁ মাতানো
রাখাল ছেলের দল,
ডাঙ্গুলি আর ক্রিকেট বোধের
তৃণ কোলাহল,
ক্ষেত চষে ঐ মাঠ বানানো
ক্ষিপ্ত বালকভৃত্য,
বল ব্যাটের ঐ ছন্দে পাওয়া
হিমেল হাওয়ায় নৃত্য,
রঙবেরঙ এর নকশা গাঁথা
পাল্লা দেওয়া ঘুড়ি,
তোঁতলা বাবার সঙ্গে মিশে
আম-কাঁঠালের চুরি,
স্মৃতির মোড়ে শ্মশান হওয়া
সেই সময় গুলি কই,
চিবুক ললাট সিনাই গাঁথা
বন্ধুরা সব কই।

নেতা বেশে ক্লাসের বুকে
ভাগ্নে- মামার বড়াই,
ছোটোবড়ো ইস্যু পেলেই
একজোটে সব লড়াই,
স্যারের হাতে বেতের পিটার
কচলানো সেই দাগ,
বেলা গড়ালেই ঝালমুড়ি আর
আম-পেয়ারার ভাগ,
বিশ্ব জয়ের স্বপ্ন বাঁধা
তরুণ কিশোর গুলি,
রক্তগরম সোনার ছেলের
ন্যায়ের লড়াই বুলি,
চোখের তারায় ঝলমলে
সেই ছেলেবেলা কই,
নাটাই ছিঁড়ে দূর আকাশে
বাঁধলো কখন মই।

 

 

Exit mobile version