Site icon স্যাট একাডেমী ব্লগ

ইংরেজি পরিক্ষায় প্রশ্ন কমন না পড়লে কি করবেন ?

Uncommon English question

আমরা যখন ইংরেজি পরীক্ষা দিতে যাই, তখন সব হয়তো আমাদের কমন নাও পড়তে পারে। আমরা ১০ নম্বর প্রশ্ন (sentece connectors) অনেক সময় ই কমন পাই না, কয়েকটা শব্দ নিয়ে আমরা কনফিউশন এর মধ্যে পড়ে যাই।
এটা পাড়ার জন্যে আমাদের অবশ্যই কিছু Linking Words and Phrase বাংলা অর্থসহ জানা দরকার। বাংলা অর্থ জানলে আমরা appropriate words/phrase টি গ্যাপ এ বসাতে পারবো।
এগুলা জানা থাকলে আমাদের Free Hand ( Paragraph, Composition, Report Wrinting, Short Story Writing, email, application) এগুলা ও অনেক সুন্দর ভাবে লিখতে পারবো।
নিচে কয়েকটি প্রয়োজনীয় linkin Words and phrase বাংলা অর্থসহ দেওয়া হলো, এগুলা মনে রাখতে পারলে উপরের টপিক গুলা তে আমাদের আর সমস্যা হবার কথা না।
At that time = সেই মুহূর্তে
At the same time= একই সময়
So = সুতরাং
That is why = এই কারণে
Then = তারপর
Suddenly = হঠাৎ
At First= প্রথমে
For this reason= এই কারণে
Hence = অতঃপর , অতএব, সুতরাং, এই নিমিত্তে
Besides = তা ছাড়া, উপরন্তু, অধিকন্তু, এছাড়াও
Again = আবার, পুনরায়
But = কিন্তু
And = এবং
After all = তৎসত্বেও, মোটের উপর, সে যাহা হউক
While = যখন
If = যদি
Rather = বরং, অধিকতর, বরঞ্চ
So that = যাতে, যাহাতে
Though = যদিও, সত্ত্বেও, হউক না কেন
Who = কে, যে, যাহারা, কাহারা
Because= কারণ, কেননা
On the contrary = অপরদিকে, পক্ষান্তরে, বিপরীতপক্ষে
When = যখন, কখন
Moreover= উপরন্তু, অধিকন্তু
However= যাহোক, তত্সত্বেও
In fact= আসলে
Obviously= স্পষ্টত, সম্ভবত,
Thus = এভাবে, এইরূপে
Consequently= অতএব, কাজেই, সুতরাং, ফলত
Eventually = অবশেষে
Both = উভয়
On the first hand = প্রথম দিকে
Generally = সাধারণত
Therefore= অতএব, সুতরাং
As a matter of fact= বস্তুত, বাস্তবিকপক্ষে
For example= উদাহরণস্বরূপ
Thus= এইভাবে
On the other hand= অন্য দিকে
Truely= প্রকৃতপক্ষে
Truely speaking= সত্য বলতে
Wherever= যেখানেই
Which= যে, যেটা, যাহা
As a result= ফলে
Any way= যাহোক, যাহাই হউক না কেন
Actually= আসলে, প্রকৃতপক্ষে
Yet= এখনো, তখনো, তখন পর্যন্ত, এখন পর্যন্ত
At first = প্রথমে
Next= এরপর
Last of all= সর্বশেষে
Finally= পরিশেষে, চূড়ান্তরূপে
Not only that= শুধু তাই নয়
In Addition= উপরন্তু
Such as = যথা, যেমন, উদাহরণস্বরূপ
Above all= সর্বোপরি
Nowadays= আজকাল, বর্তমানে
Mostly= অধিকাংশ ক্ষেত্রে
In this way= এইভাবে
In reality = বাস্তবে, প্রকৃতপক্ষে
Including= সহ
After all= মোটের উপর, তৎসত্বেও
As well as= সেই সাথে
Along with= সহ
Nevertheless= তথাপি, তবুও,
Usually= সাধারণত
Otherwise= নইলে, তা না হলে , অন্যথায়
So to say= সুতরাং বলতে গেলে
Despite this= এই সত্ত্বেও
Similarly= একভাবে
Subsequently= পরবর্তীকালে
Most often= প্রায়শই
Indeed= প্রকৃতপক্ষে
Previously= পূর্বে
At present= বর্তমানে
Unfortunately= দুর্ভাগ্যবশত
Although= যদিও
Furthermore= অধিকন্তু, আরও
Whereas= যেহেতু
Of course= অবশ্যই
Afterwards= পরে
In reply= উত্তরে
Properly= সঠিক ভাবে
Certainly= অবশ্যই
True that= সত্য যে
In effect= কার্যত
Basically = মূলত
এই Connectors গুলো যদিও সহজ শব্দ মনে হচ্ছে তবে অর্থ গুলো কেমন জানি সেম টু সেম মনে হবে।তবে অর্থ গুলো ভালো করে আয়ত্ত করতে হবে ফলে Connectors এর ব্যবহার নিঃসন্দেহে আপনার কাছে ক্লিয়ার লাগবে অনেকটাই।
★★★কপিতয়_Connectors_এর_ব্যবহার:-
1) Who/Which/That/Where:-
★WHO:-
ব্যক্তির পরিবর্তে Who বসে:-
যেমনঃ –
• I know the boy who stole my bag.
বাক্যটি ভালো করে লক্ষ্য করুন বাক্যটি তে who হলো কানেক্টর,
I know the boy = আমি ছেলেটিকে ছিনি,
Who (যে) stole my bag = যে আমার বেগটি চুরি করছে, অর্থাৎ “The boy” বালকটিকে নিদিষ্ট করে বুঝানোর জন্য Who ব্যবহার করা হয়েছে।
★WHICH:-
বস্তুর পরিবর্তে Which/that বসে:-
যেমনঃ-
• Sahed bought a book which/that is very beautiful.
বাক্যটি ভালো করে খেয়াল করুন, উক্ত বাক্যে which/that হলো কানেক্টর। Sahed bought a book = সাহেদ একটি বই কিনল….
Which/That (যেটি/যেটা) is very beautiful = যেটা খুবই সুন্দর।
অর্থাৎ “a book” একটি বইয়ের সৌন্দর্য প্রকাশ করতে Which/that হয়েছে।
★WHERE:-
স্থানের পরিবর্তে Where বসে:-
যেমনঃ
• This is the place where i was born.
বাক্যটি ভালো করে লক্ষ্য করুন, উক্ত বাক্যে “where” হলো কানেক্টর।
This is the place এটা/ইহা এই জায়গা/স্থান..
Where (যেখানেই) i was born = যেখানেই আমি জন্ম নিয়েছিনাম অথবা জন্মগ্রহণ করেছিলাম।
অর্থাৎ “The place” = স্থানটি’কে নিদিষ্ট করে বুঝানোর জন্য “Where” কানেক্টর টি ব্যবহার করা হয়েছে।
______________________________________
2 কানেক্টর:-
But/Yet/Sill/However/Nevertheless/On the contrary/On the other hand/Though/Although/Even Though
এই কানেক্টর গুলো বিরোধী ভাব প্রকাশ করতে ব্যবহার করা হয়।
উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করছি :-
যেমনঃ
• He is poor. = সে দরিদ্র।
• He is happy. = সে সুখি।
লক্ষ্য করুন ভালো করে, Sentence দুটির ভাব একে অপরের বিরোধী।কারন মানুষ দরিদ্র হলে সাধারণত দুঃখী হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে তার বিপরীত। এরূপ বিদ্রোহী ভাবের মধ্যে যোগসূত্র স্থাপন করাই Sentence Connectors এর কাজ।
★But কানেক্টর:-
যেমনঃ
• He is poor but he is happy.
বাক্যটি ভালো করে লক্ষ্য করলেই but কানেক্টরটি আমাদের চোখে ধরা দেয় এই হিসেবে যে, এটি পরস্পর বিরোধী বক্তব্য রাখে অর্থাৎ সে গরিব কিন্তু সুখী। সুতরাং এতটুকুতে positive দিক থেকে বলা যায় পরস্পর বিরোধী বক্তব্য প্রকাশের ক্ষেত্রে “But” কানেক্টরটি ব্যবহার করা হয়।
★Yet কানেক্টর:-
উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করছি :-
যেমনঃ
• He is rich, yet he is unhappy.
বাক্যটি ভালো করে খেয়াল করলে দেখা যায় যে, He is rich = সে ধনী…., He is unhappy = সে অসুখী। এই দুটি বাক্যকে বিরোধী ভাবে প্রকাশ করতে Yet = তথাপি হয়। তার মানে দাঁড়ায়, সে ধনী তথাপি অসুখী। অর্থাৎ যদিও সে ধনী কিন্তু সে অসুখী একটি অন্যটির বিরোধী। সুতরাং এই বিরোধী ভাব প্রকাশেও “Yet” কানেক্টর ব্যবহার করা হয়।
★Still কানেক্টর:-
উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি:-
যেমনঃ
• He is rich, Still he is unhappy.
Sentence টি ভালো করে খেয়াল করলেই দেখবেন জাস্ট কানেক্টরটি কি অর্থ প্রকাশ করছে তার উপর বিরোধী ভাবের অর্থ প্রকাশ পাবে। লক্ষ্য করুন, He is Rich = সে ধনী,
He is Unhappy = সে অসুখী।
অর্থাৎ সে ধনী তবুও সে অসুখী।
তাহলে বুঝতে পারছি তবুও/তবু প্রকাশ করতে “Still” কানেক্টর টি ব্যবহার করা হয়েছে।
★Though কানেক্টর:-
উদাহরণ হিসেবে বলা যায়:-
যেমনঃ
• Though he is poor, he is honest.
লক্ষ্য করুন, He is poor = সে গরীব, He is honest = সে সৎ।
অর্থাৎ সে গরীব, সে সৎ এখানে বিরোধী ভাব প্রকাশ হয় নি তাই শুরুতেই though = যদিও, কানেক্টর ব্যবহার করা হয়েছে। ফলে অর্থ টা বিরোধী ভাব প্রকাশ করে ফেলছে অর্থাৎ যদিও সে গরীব কিন্তু সৎ। এখানে কিন্তু শব্দটি উহ্য থাকে।
★Although কানেক্টর:-
উদাহরণ ঠিক Though কানেক্টর এর নিয়মে হবে কারন Though/Although = যদিও, একই বিরোধী অর্থ প্রকাশ করে।
যেমনঃ
• Although it was hard, he did it.
যদিও এটি/এটা কঠিন ছিল তবুও সে করলো।
★Nevertheless কানেক্টর:-
উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করছি :-
যেমনঃ
• He did not study hard; nevertheless, he passed in the examination.
Sentence টি ভালো করে খেয়াল করুন, He didn’t study hard = সে পড়াশুনা তেমন করলো না…,
He passed in the examination = সে পরীক্ষায় উত্তীর্ণ হলো।
অর্থাৎ এই বাক্যটিকে বিরোধী ভাব প্রকাশের জন্য Nevertheless = তথাপি/তবুও ব্যবহার করা হয়েছে।
তার মানে অর্থটা দাড়ালো, সে পড়াশুনা তেমন করলো না তথাপি/তবুও সে পরীক্ষায় পাশ/উত্তীর্ণ হলো।
★However কানেক্টর:-
উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করছি :-
যেমনঃ
• You have come late, However, you may start your action.
বাক্যটি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাই, You have come late = তুমি দেরি করে আসিয়াছো/এসছো…,
You may Start your action = তুমি তোমার কাজ শুরু করতে পারো।
অর্থাৎ এই দুটি বাক্যকে বিরোধী ভাবে প্রকাশ করতে However = যাহোক, ব্যাবহার করা হয়েছে। তারমানে তুমি দেরি করে এসছো যাইহোক কাজ শুরু করো।
★On_the_contrary/On the other hand কানেক্টর:-
এই দুটি কানেক্টর একই অর্থ প্রকাশ করে।
উদাহরণসরূপ বলা যায়:-
যেমনঃ:-
• He does not love me, on the contrary/on the other hand, I love him.
বাক্যটি ভালো করে লক্ষ্য করুন, He does not love me = সে আমাকে ভালোবাসে না ……,
I love him = আমি তাকে ভালোবাসি।
এই বাক্যটিতে বিরোধী ভাব প্রকাশ করতে কানেক্টর on the contrary/ on the other hand = অপর পক্ষে, এই ব্যাপার করা হয়েছে। তারমানেটা হলো সে আমাকে ভালো না ভাসুক অপরপক্ষে আমি বাসি।
_______________________________________
★Whether……Or কানেক্টর।
এই শব্দটি দ্বারা কি বুঝায় অথবা কি অর্থে ব্যবহার করা হয় তা ক্লিয়ার করার চেষ্টা করছি :-
whether…..Or.
• আসবে কি আসবে না
• পড়বে কি পড়বে না
• ধনী কি দরিদ্র
• হও বা না হও
• হবে কি হবে না
ইত্যাদি ইত্যাদি প্রভৃতির ন্যায় অর্থ প্রকাশে whether….or ব্যবহার করা হয়।
উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করছি : :-
যেমনঃ
• I don’t know whether he comes or not.
বাক্যটি ভালো করে লক্ষ্য করুন, “whether he comes or not” = সে আসবে কি আসবে না,
I don’t know = আমি জানিনা।
সুতরাং এতটুকুতে বুঝতে পারলাম যে, I don’t know whether he comes or not = সে আসবে কি আসবে না আমি জানি না।
আরেকটি উদাহরণ হিসেবে বলা যায় :-
যেমনঃ
• Whether a nation rich or poor depends on education.
বাক্যটি ভালো করে খেয়াল করুন,
” Whether a nation rich or poor” = “একটি দেশ ধনী কি দরিদ্র”।
“Depends on Education”= “শিক্ষার উপর নির্ভর করে”।
সুতরাং এতটুকুতে পুরো অর্থটা দাড়ালো = একটি দেশ ধনী কি দরিদ্র শিক্ষার উপর নির্ভর করে।
সাধারণভাবে আরেকটা উদাহরণ দেই:-
যেমনঃ
• It is all the same to me whether you agree to my proposal or not.
অর্থাৎ তুমি আমার প্রস্তাবে রাজি হও বা না হও এটা আমার কাছে একই।
★Moreover/Furthermore/in addition/Besides কানেক্টর :-
যা পূর্বে উল্লেখ করা হয়েছে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রধান করতে এই কানেক্টর গুলো ব্যবহার করা হয়।এই চারটি কানেক্টর দেখতে ভিন্ন হলেও বা অর্থ দেখতে ভিন্ন হলেও তারা একই অর্থ প্রকাশ করবে।
অর্থাৎ,
• Moreover/Furthermore = অধিকন্তু।
• in addition = আরও।
• besides = ব্যতিত।
উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করছি :-
যেমনঃ
• Travelling has a great importance in our life. It helps us to learn many things practically. Moreover, it also removes our monotony.
উপরের Comprehension টিতে আমরা শেষ বাক্যে “Moreover” দেখতে পারছি। অর্থাৎ এই “Moreover” স্থলে বাকী তিনটি কানেক্টর ব্যবহার করলেও একই অর্থ প্রকাশ করবে।
★In_spite_of/Despite/Notwithstanding কানেক্টর :-
এই তিনটি কানেক্টর “সত্বেও” অর্থ প্রকাশ করতে ব্যবহার করা হয়।
উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করছি :-
যেমনঃ
• In spite of his having vast wealth, he is not happy.
বাক্যটি ভালো করে লক্ষ্য করুন,
“Having vast wealth = “তার অগাধ সম্পত্তি”
” he is not happy = সে সুখী নয়”
কি বুঝতে পারলাম, “তার অগাধ সম্পত্তি, সে সুখী নয়” এই বাক্যটিতে জাস্ট শুরুতে in spite of = সত্বেও, যোগ করে দেওয়ার কারনে পুরো বাক্যটি অর্থবোধক সামঞ্জস্যতা পেয়েছে, অর্থাৎ তার অগাধ সম্পত্তি থাকা সত্ত্বেও সে সুখী নয়।
আরেকটি উদাহরণ দেই:-
যেমনঃ
• Despite raining, Sahed went to college.
অর্থাৎ, বৃষ্টি সত্বেও সাহেদ কলেজে গিয়েছিল।
আরেকটি উদাহরণ দেখুন:-
যেমনঃ
• Notwithstanding his poverty, he help the poor.
অর্থাৎ, দরিদ্রতা সত্বেও সে গরীবদের সাহায্য করে।
★Therefore/Consequently/As a result/So/Hence কানেক্টর।
দুটি Sentence এর প্রথমটি কারন এবং দ্বিতীয়টি যদি তার ফলাফল হয়, তবে ফলাফল প্রকাশক Sentence টির পূর্বে এই কানেক্টর গুলো ব্যবহার করা হয়।
Therefore = সুতরাং
Consequently = ফলসরূপ।
As a result = ফলে.
Hence/ So = তাই।
উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করছি :-
যেমনঃ
• Sahed was ill. Therefore/Consequently/As a result/So/Hence, he could not go school.
অর্থাৎ, সে অসুস্থ ছিল, ফলে সে স্কুলে যেতে পারে নি।
বাক্যটি ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে, প্রথম sentence টি কারন অর্থাৎ সে অসুস্থ।
আর দ্বিতীয় বাক্যটি ফলাফল, অর্থাৎ অসুস্থতার কারণে স্কুলে যায় নি।
এছাড়াও আরেকটা দিক আছে:-
যা পূর্বে বলা হয়েছে তার ফল কি দাঁড়িয়েছে তা প্রকাশ করতে এই কানেক্টর গুলো ব্যবহার করা হয়।
উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করছি :-
যেমনঃ
• Most of the slum children do not able to enjoy educational facility. Consequently/therefore/as a result/Hence/So, they never engage themselves in any better job.
_______________________________________
★For example/For instance/Such As কানেক্টর :-
• For example = উদাহরণসরূপ.
• For instance = দৃষ্টান্তস্বরূপ।
• Such as = যথা।
প্রকৃত পক্ষে এই তিনটি কানেক্টর দেখতে ভিন্ন হলেও বা অর্থ দেখতে ভিন্ন হলেও তারা একই অর্থ প্রকাশ করে।
অর্থাৎ, উদাহরণ প্রকাশ করতে এই তিনটি কানেক্টর ব্যবহার করা হয়:-
উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করছি :-
যেমনঃ
• Trees help us in may ways. For example/For instance/ they give us Oxigen, Food and Shade.
বাক্যটি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাই, “Trees help us in many ways = গাছপালা আমাদের বিভিন্ন ভাবে সাহায্য করে”।
সুতরাং এতটুকুতে বুঝতে পারলাম যে গাছ আমাদের সাহায্য করে ভালো কথা কিন্তু কিভাবে সাহায্য করে বা কি দিয়ে সাহায্য করে তা বুঝানোর জন্য এই কানেক্টর গুলো ব্যবহার করা হয়। অর্থাৎ উদাহরণস্বরূপ বা দৃষ্টান্তস্বরূপ অথবা অক্সিজেন, খাদ্য ও ছায়া দিয়ে সাহায্য বা উপকার করে।
আরেকটি উদাহরণ দেখুন :-
যেমনঃ
• There are certain jobs in the country such as the jobs as pilots, a mail carrier, a telephone operator etc.
উক্ত বাক্যটিকে “Such as” = যথা” দিয়ে চাকরির ধরনগুলো বুঝানো হয়েছে।
“বিভিন্ন ধরনের চাকরি রয়েছে” চাকরী গুলো কেমন??
অর্থাৎ পাইলট, মেইল ক্যারিয়ার এবং কম্পিউটার অপারেটর ইত্যাদি প্রকারভেদ বুঝাতে “Such as = যথা ” কানেক্টরটি ব্যবহার করা হয়েছে।
★Because কানেক্টর:-
কারণ নির্দেশ করতে Because কানেক্টরটি ব্যবহার করা হয়। Because দুটি Sentence এর মাঝে ব্যবহার করা হয়।
উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করছি :-
যেমনঃ
• Sahed got GPA – 5 Because he studies hard.
বাক্যটি ভালো করে খেয়াল করুন,
“Sahed got GPA- 5 = সাহেদ জিপিএ ফাইভ পেলো”
সাহেদ জিপিএ ফাইভ পেলো প্রচুর পড়াশুনার কারনে।
এই কারণ’টাকে বুঝানোর জন্য Because ব্যবহার করা হয়।
আরেকটি উদাহরণ দেখুন:-
যেমনঃ
• we won the game because played well.
অর্থাৎ, আমরা ভালো খেললাম তাই খেলায় জিতলাম।
আরেকটি উদাহরণ দেই:-
যেমনঃ
• He cannot walk because he is ill.
অর্থাৎ সে অসুস্থ থাকার কারণে হাঁটতে পারছে না।
★But/Or কানেক্টর:-
বিপরীতধর্মী অর্থ প্রকাশক Principal Clause কে যুক্ত করতে But (কিন্তু)/ Or (অথবা) ব্যাবহার করা হয়।
উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করছি:-
যেমনঃ
• The man is poor but he is honest.
বাক্যটি ভালো করে লক্ষ্য করুন, but এর দুপাশের অংশ দুটি Principal clause.
প্রশ্ন করতে পারেন Clause সেটা আবার কি?
উত্তর হলো আমি Transformation of sentence এর দ্বিতীয় পর্বে Clause সম্পর্কে আলোচনা করেছি।যারা পেয়েছেন তারা এখন উপকৃত হবেন।
উপরোক্ত বাক্যটি “The man is poor = লোকটি গরিব”
এবং, He is honest = সে সৎ।
অর্থাৎ লোকটি গরীব কিন্তু সৎ।
এই “But” = কিন্তু” দিয়ে পরস্পরের সাথে বিরোধী সম্পর্ক প্রকাশ করেছে।
আরেকটি উদাহরণ দেখুন :-
যেমনঃ
• Read attentively or you will fail.
অর্থাৎ মনোযোগ দিয়ে পড় নাহয়/অথবা ফেল করবে।
আরেকটি উদাহরণ দেই :-
যেমনঃ
• Do or die অথবা You do or die.
অর্থাৎ, প্রানপনে চেষ্টা করো
বা বাঁচা-মরার সংগ্রাম করো।
অথবা, জিতলে নেতৃত্ব দিবে, হারলে পথপ্রদর্শক হবে।
★And_কানেক্টর:-
সাধারণ দুটি সমজাতীয় Sentence/ Word কে যুক্ত করতে And ব্যবহার করা হয়।
সমজাতীয় কথাটা জটিল মনে হলে জাস্ট একটা সাধারণ কথা মনে রাখলে চলে তবে তা একান্তই আমার ব্যক্তিগত অভিমত, হয় And যুক্ত দুটি বাক্য হাঁ-বোধক হবে বা দুটি না- বোধক হবে। তবে বিপরীত ধর্মী হবে না।
উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করছি :-
যেমনঃ
• He worked hard and he succeed in life.
অথবা,
• Kasem is poor and illiterate.
বা,
• Sahe went to market and bought a shirt.
★Where_কানেক্টর:-
Where অর্থ যেখানে।
উহা স্থান নির্দেশ করতে ব্যবহার করা হয়।
উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করছি :-
যেমনঃ
• A railway station is a place where trains stop.
বাক্যটি ভালো করে লক্ষ্য করুন,
“A railway station is a place = রেল স্টেশন এমন একটি স্থান”
” Trains stop = ট্রেন দাঁড়ায়।
অর্থাৎ এই Where দিয়ে ঐ স্থানটি নির্দেশ করা হয়েছে যেখানে ট্রেনটি দাঁড়ায়।
তার মানে রেল স্টেশন এমন একটা স্থান/জায়গা যেখানে ট্রেন দাঁড়ায়।
আরেকটি উদাহরণ দেখুন :-
যেমনঃ
• Chittagong district is a place where i was born.
অর্থাৎ চট্টগ্রাম জেলা এমন একটি স্থান যেখানে আমি জন্মগ্রহণ করছিলাম।
★While_কানেক্টর:-
“While = যখন”
একটি ঘটনা বা কাজের সময় অন্য একটি ঘটনা বা কাজ হওয়া বুঝাতে While ব্যবহার করা হয়।
উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করছি:-
যেমনঃ
I was reading while it was raining.
বাক্যটি ভালো করে লক্ষ্য করুন,
” I was reading = আমি পড়তেছিলাম”
” while = যখন”
” it was raining = বৃষ্টি হইতেছিল”
তাহলে দেখুন দুটি ঘটনা ঘটতেছিল বলে While শব্দটি ব্যবহার করা হয়েছে।
আরেকটি উদাহরণ দেখুন:-
যেমনঃ
Do not run in the sun while it is hot.
অর্থাৎ রোদ্রে দৌড়াইও না যখন গরম/রোদ পড়ে/পরে