এসইও টিউটোরিয়াল - SEO Tutorial
সার্স ইঞ্জিন অপ্টিমাইজেশন (এসইও) হল একটি ওয়েব পেজ বা সম্পূর্ণ ওয়েব সাইটকে সার্স ইঞ্জিন বান্ধব করে তোলার প্রক্রিয়া। সঠিক এসইও এর মাধ্যমে আপনি আপনার ওয়েবপেজ বা ওয়েব সাইটকে সার্স রেজাল্টের উচ্চাসনে অবস্থান দিতে পারেন। অর্থাৎ সঠিক এসইও এর মাধ্যমে আপনার সাইটটি সার্স রেজালেটের প্রথম দিকে স্থান পাবে।
আমাদের এই এসইও টিউটোরিয়ালে বিভিন্ন সার্স ইঞ্জিন বিশেষকরে গুগল, ইয়াহু এবং বিং এর সার্স রেজাল্টে আপনার ওয়েব পেজের দৃশ্যমানতা(visibility) বাড়ানোর জন্য সহজ SEO কৌশলসমূহ ব্যাখ্যা করা হয়েছে।
পাঠকসাধারণ
আমাদের এই টিউটোরিয়ালটি একেবারে নতুনদের জন্য সাজানো হয়েছে, যেন তারা খুব সহজেই কার্যকর এসইও এর বৈশিষ্ট্যসমূহ বুঝতে পারে। তবে, পূর্বে থেকে যাদের এসএইও সম্পর্কিত জ্ঞান আছে তারাও চাইলে এই টিউটোরিয়ালটি পড়ে নিজেদেরকে পূনরায় ঝালাই করে নিতে পারেন।
পূর্বশর্ত
আমরা ধরেই নিচ্ছি যে, আপনি html, xhtml এবং css ইত্যাদির মতো সাধারণ ওয়েব টেকনোলজি সম্পর্কে সচেতন রয়েছেন। আপনি যদি ইতিমধ্যেই কোন ওয়েবসাইট ডেভেলপ করে থাকেন তবে এটি আপনার জন্য বাড়তি সুবিধা দিবে এবং এটি আপনাকে এই টিউটোরিয়ালে বর্ণিত এসইও-র ধারণাসমূহ বুঝতে সহায়তা করবে।