Site icon স্যাট একাডেমী ব্লগ

গুগল এ্যাডসেন্স কি?

গুগল এ্যাডসেন্স হচ্ছে ইন্টারনেট ভিত্তিক একটি বিজ্ঞাপনী সংস্থা যেটি গুগল নিজে পরিচালনা করছে। ব্লগ এবং ওয়েবসাইটে বিজ্ঞাপন ব্যবহার করে অনলাইন থেকে টাকা উপার্যনের যত উপায় আছে তার মধ্যে AdSense হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। আসুন আমরা জেনে নিই গুগল এডসেন্স সম্পর্কে বিস্তারিত। আমাদের এই ব্লগে আমরা ধীরে ধীরে গুগল এডসেন্স সম্পর্কে খুটিনাটি সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব।

আজকের এই ব্লগপোস্টে আমরা গুগল এডসেন্স সম্পর্কে জানবে।

তাহলে প্রথমেই আমাদের মনে প্রশ্ন জাগবে গুগল এ্যাডসেন্স কি?

গুগল এ্যাডসেন্স হচ্ছে অনলাইন ভিত্তিক বিজ্ঞাপন। যার মাধ্যমে যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয় পন্যের বিজ্ঞাপন প্রকাশ করতে পারেন। অন্যদিকে এ্যাডসেন্স পাবলিশাররা তাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন ব্যবহার করে ইনকাম করতে পারেন। গুগল এডসেন্স ব্যবহার করে সারা বিশ্বের শতকরা ৮০% ওয়েবসাইট শুধুমাত্র গুগল অ্যাডসেন্স থেকে আয় করতেছে।


তারপরও সবার মনে কিছু প্রশ্ন জাগে যে, এটা কি আসলে সত্য বা সম্ভব? আমি কি সব সময় Google AdSense থেকে টাকা উপর্জন করতে পারবো? আমি কি ওখান থেকে ‍উপার্জিত টাকা দিয়ে সব কিছু চালিয়ে যেতে পারবো?

পরবর্তী টিউন পেতে এখানে লিঙ্কে ক্লিক করুনঃ