Site icon স্যাট একাডেমী ব্লগ

জীবন্ত-মরণ

jibonto moron

_জীবন্ত- মরণ

পিয়াস

ভালবাসা এমন কেন …?
কিছু বলতে গেলেই লাগে ভয় ,
বুকে পাথর বেঁধে রাখতে হয় ।
মন চঞ্চল সুখ লাগে হেন।

এমন কেন তুমি?
মনে হয় কচি খুকি,
কিছু যেন বুঝতেই চাওনা,
মন নিয়ে আর মন কেন দাওনা…?

কেন এমন হয় জীবন ?
দেয়না ধরা সুখের পাখি ,
অকারনেই ভেজায় আঁখি ,
নিরাশায় ভাঙে বার বার মন ……।

কেনইবা হয় গল্প এমন ?
না যায় দেখা ,
যায়না লিখা ,
জীবন ডায়েরী পুরাই ফাঁকা …!

ভালবাসার গল্প কি হয় শুধুই এমন..?
স্বপ্ন জাগায় আজগুবি,
বুকেরপাটায় কাঠচুপি,
উপনামে সে ” জীবন্ত মরণ”।

Exit mobile version