Site icon স্যাট একাডেমী ব্লগ

জীবন বৃত্ত

জীবন বৃত্ত

পিয়াস

সন্ধ্যা আসে,
পাখির ডানায় ভেসে,
কিচিরমিচির শব্দে,
আর, রজনীগন্ধার অম্লান সুবাস নিয়ে।।

আর রাত আসে,
বিশ্রামের বার্তা নিয়ে,
নিস্তব্ধতায় ঘুমিয়ে পড়ে অবুঝ প্রাণীরা,
আর, বুঝ গুলো জেগে থাকে,
আরো গভীর রাতের আশায় ।।

রাত যখন একেবারে নিস্তব্ধ তখন তারাও ঘুমিয়ে যায়,
ঘুমের মাঝেও যেন অপেক্ষা সকালের,
ভোর হবে কখন?
আবার যেন সেই ব্যস্ত জীবনের শুরু।।

সকাল টা হয় চোখ কচলাতে কচলাতে,
যার যার মত ব্যস্ততার শুভ বা অশুভ সূচনা,
দুপুর গড়িয়ে আসে,
কেউ খায় কেউ সময় না পায়,
বিকেলটাও যেন পলকেই চলে আসে।।

সবার ভাগ্যে জোটেনা গোধূলি স্নান,
কারো রয়ে ঘুমে বা কারো কাজে মাঝে,
দেখতে দেখেতে আবার সন্ধে,
সেই যেন রজনীগন্ধার গন্ধে।।

এই হল জীবনের হাল,
এই শুরু এই শেষ,
এর মাঝেই শত বিদ্বেষ,
ফের চলে যাওয়া অপর প্রান্তে,
যেখান থেকে এসেছিলাম এই রণক্ষেত্রে।।