Site icon স্যাট একাডেমী ব্লগ

পুঁজিবাজারে আইটি খাতের অগ্রগতি

পুঁজিবাজারের তালিকাভুক্ত আইটি খাতেকে সম্ভাবনাময়  হিসেবে দেখছে বিশেষজ্ঞরা। গত বুধবার এ খাতের লেনদেনে অংশ নেওয়া শতভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এদিকে দর বেড়ে ৩ কোম্পানি গেইনারের তালিকায় রয়েছে। বাংলাদেশের শেয়ার  মার্কেটে  আইটি কোম্পানীর শীর্ষে রয়েছে যে সকল  কোম্পানী  নিম্নরূপ।

AAMRANET( aamra networks limited )
AAMRATECH( aamra technologies limited )
AGNISYSL( Agni Systems Ltd. )
BDCOM( BDCOM Online Ltd. )
DAFODILCOM( Daffodil Computers Ltd. )
GENEXIL( Genex Infosys Limited )
INTECH( Intech Limited )
ISNLTD( Information Services Network Ltd. )
ITC( IT Consultants Limited )

শেয়ার বিশ্লেষকদের মতে, আইটি খাতের বেশিরভাগ কোম্পানি সমাপ্ত অর্থবছরে ভালো মুনাফা করেছে। এছাড়া এ খাতের বেশিরভাগ কোম্পানির জুনে আর্থিক বছর শেষ হয়েছে। এখন ভালো লভ্যাংশের আশায় বিনিয়োগকারীদের ঝোঁক বেড়েছে।আইটি খাতের অগ্রগতি বিবেচনা করে বিনিয়োগকারীরা আইটি খাতের শেয়ারের ভবিষ্যতে সম্ভাবনার স্বপ্ন দেখছে।

বিশ্লেষণে দেখা যায়, আইটি খাতে মোট ৬টি কোম্পানি পুঁজিবাজারে রয়েছে। এদিন ডিএসইতে আইটি খাতের মোট ১৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেডের। আজ কোম্পানিটির ৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পাবলিকের হাতে মোটামোতি ভালো সংখ্যক শেয়ার স্টক আছে। বিদেশীদের হাতে এর সংখ্যা কম, প্রতিষ্ঠানের  হাতে ও শেয়ারের স্টক দেখা যায়।

একই সাথে কোম্পানিটি আজ গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। শেয়ারটির দর ৩ টাকা বা ৯ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানির ২ কোটি ৭৮ লাখ ৯ হাজার শেয়ার এক হাজার ২ বার লেনদেন হয়েছে। এদিকে কোম্পানিটি লেনদেনের এক পর্যায়ে হল্টেড হয়ে সার্কিট ব্রেকার স্পর্শ করে।

গেইনারের চতুর্থ স্থানে রয়েছে ইনটেক অনলাইন লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ২৭ শতাংশ। কোম্পানির ১০ লাখ ৬ হাজার শেয়ার ৫৮৫ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ১ কোটি ৬৫ লাখ টাকা।

গেইনারের অষ্টম স্থানে থাকা বিডিকম অনলাইনের শেয়ার দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৭ দশমিক ৬৩ শতাংশ। এদিন কোম্পানির ২ লাখ ৪১ হাজার ৫০০ শেয়ার ১৭১ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৬৪ লাখ টাকা।

এছাড়া আমরা টেকনোলজির দশমিক ৮৪ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ১ দশমিক ৪৭ শতাংশ, এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের দশমিক ৮৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

স্যাট একাডেমি ব্লগে পাবলিশ এর জন্য আপনার যেকোনো লেখা পাঠাতে আমাদের ই্মেইল করুন info@sattit.com

অথবা এখানে ক্লিক করে সরাসরি পোস্ট করুন। আপনার লেখা রিভিউ শেষে পাবলিশ করা হবে।