Site icon স্যাট একাডেমী ব্লগ

ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে কি করনিয়। শেয়ার করবো সবার জন্য।

ফেসবুক আইডির নিরাপত্তার জন্য একটু জটিল পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয়। অনেক ব্যবহারকারী নিজের দেওয়া জটিল পাসওয়ার্ডই ভুলে যান মাঝে মাঝে। ফলে ফেসবুকে লগইন করার সময় পড়তে হয় বিড়ম্বনায়।বিড়ম্বনা এড়াতে অনেক ব্যবহারকারী আবার ফেসবুকে সবসময় লগইন থাকেন। এতে তাদের অ্যাকাউন্ট নিরাপত্তা ঝুঁকিতে থাকে। যেকেউ সুযোগ বুঝে লগইন থাকা অ্যাকাউন্টে প্রবেশ করে যেকোনও ধরনের অপরাধ করতে পারে।এসব সমস্যা থেকে বাঁচতে ফেসবুকেই এর সমাধান রয়েছে। লগইন সমস্যার সমাধানে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে চালু রয়েছে ট্রাস্টেড কন্টাক্টস নামের একটি ফিচার। যারা প্রায়ই পাসওয়ার্ড ভুলে যান, তাদের জন্য ফিচারটি কার্যকরী।ট্রাস্টেড কন্টাক্টস ফিচারে আপনার বন্ধুতালিকার বিশ্বস্ত তিন থেকে পাঁচজন বন্ধু নির্বাচন করতে হবে। এরা আপনাকে লগইনে সহায়তা করবে। অর্থাৎ, আপনি যদি কোনও কারণে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারেন কিংবা পাসওয়ার্ড ভুলে যান, তাহলে নির্বাচিত ওই সদস্যরা আপনার অ্যাকাউন্ট লগইন করে দিতে পারবে।


যেভাবে ট্রাস্টেড কন্টাক্টস চালু করবেন-
১. প্রথমে সেটিংসে প্রবেশ করুন

২. বাম পাশের সারি থেকে সিকিউরিটি অ্যান্ড লগইন অপশন নির্বাচন করুন

৩. এবার সেটিং আপ এক্সট্রা সিকিউরিটি অপশনে চুজ ৩ টু ৫ ফ্রেন্ডস টু কন্টাক্ট ইফ ইউ গেট লগড আউট অপশনটি সিলেক্ট করতে হবে

৪. বন্ধুতালিকা থেকে ৩-৫ জন সদস্য নির্বাচন করুন

৫. এরপর থেকেই নির্বাচিত বন্ধুরা আপনার অ্যাকাউন্টে প্রবেশে সহায়তা করতে পারবে। তবে এই তালিকা আপনি যেকোনও সময় পরিবর্তন করতে পারবেন