Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/sattacad/public_html/blog/wp-config.php on line 101
বাংলা ওয়েবসাইট থেকে কি এ্যাডসেন্স অনুমোদন পাওয়া যায়? | স্যাট একাডেমী ব্লগ
Site icon স্যাট একাডেমী ব্লগ

বাংলা ওয়েবসাইট থেকে কি এ্যাডসেন্স অনুমোদন পাওয়া যায়?

গুগল এ্যাডসেন্স গত ২৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখ হতে google adsense বাংলা ভাষা সাপোর্ট করছে। বিষয়টি যারা এখনো জানেন না তারা অবগত হয়ে তাদের বাংলা ব্লগের মাধ্যমে গুগল এ্যাডসেন্সর জন্য আবেদন করতে পারেন। উল্লেখ্য যে, আমাদের প্রযুক্ত ডট কম ব্লগটিও বাংলা কনটেন্ট দিয়ে গুগল এ্যাডসেন্স অনুমোদন করে গুগল এর বিজ্ঞাপন ব্যবহার করছে।


আগে পাওয়া না গেলেও সম্প্রতি গুগল বাংলা ওয়েবসাইটে অনুমোদন দিচ্ছে। উদাহরণ হিসেবে আমাদের অনুসরণ করতে পারেন .২০১৭ সালের ২৬ সেপ্টেমর থেকে গুগুল বাংলা ওয়েবসাইট অনুমোধন করেছে। বাংলা অয়েবসাইট দিয়ে ব্লগিং বা টিউটোরিয়াল বা , অনলাইন পত্রিকার মাধ্যমে আপনি আয় করতে পারেন।

গগল এডসেন্স সম্পর্কে বিস্তারিত প্রশ্নের উত্তর দিব আমাদের এই টিউনস এ।

ধারাবাহিক ব্লগ পড়তে থাকুন। গুগল এডসেন্স সম্পর্কে বিস্তারিত জানুন