Site icon স্যাট একাডেমী ব্লগ

শহরটা ধুয়ে যাক

 ~ শহরটা ধুয়ে যাক ~

-.-.-.-. মি. পিয়াস .-.-.-.-.-

ধুয়ে যাক শত ধুলিকণা মাখা ঐ রোদ্দুর ভাজা স্বপ্নেরা,
মলিন শহরে শত ছোট বড় অভিমান,
বেলকুনি ধুয়ে যাক,
ধুয়ে যাক চিলেকোঠা সাঁঝবাতি ফুলঝারি,
মিটে যাক আবদার চাওয়া পাওয়া পূর্ণতা,
স্মৃতির জানালা ফের প্রাণ ফিরে পাক।

নতুন গল্পেরা সব জোট বেধে যাক,
পায়রা বাবুই সব গলা ছেড়ে গাক,
নিটোল শিশিরজল মন ছুয়ে যাক,
তাই হোকনা বৃষ্টি হোক এই শহরে,
জীর্ণবসন দেহ শুভ্রতা পাক।

আবেগের কলসিটা কানা হয়ে চুয়ে যাক,
ঝড়োমেঘ থেমে যাক,
পাথরে শ্যাওলা ফুল প্রাণ ফিরে পাক,
অঝর বৃষ্টি নেমে শহরের ধুলিকণা ধুয়ে মিটে যাক,
আর, ভাল থাক, দুটি মন ফের ভাল থাক।

Exit mobile version