Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/sattacad/public_html/blog/wp-config.php on line 101
বাজেট ঘোষনা হচ্ছে আগামী ৭ জুন- অর্থমন্ত্রী | স্যাট একাডেমী ব্লগ
Site icon স্যাট একাডেমী ব্লগ

বাজেট ঘোষনা হচ্ছে আগামী ৭ জুন- অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন  আগামী ৭ ই জুন বাজেট ঘোষনা হচ্ছে, এতে পুঁজিবাজারের কিছু প্রনোদনা থাকবে।

শক্তিশালী পুঁজিবাজার গঠনে আসছে বাজেটের পর স্টেক হোল্ডারদের নিয়ে বসবেন।  আর শক্তিশালী বাজার গঠনে বাজেটের পর মার্কেটের মেজর প্লেয়ারদের (স্টেক হোল্ডার) সঙ্গে আলোচনা করা হবে।

বৃহস্পতিবার (১৭ মে ২০১৮ ) রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ লংটার্ম ফাইন্যান্স কনফারেন্স-২০১৮ এর  অর্থমন্ত্রী  একথা বলেন। এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সিকিউরিটিজ আ্যন্ড কমিশনের ( BSEC) চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেন।

তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার হচ্ছে ছোট ছোট বিনিয়োগকারী নির্ভর বাজার, এটাই এর প্রধান সমস্যা। এই বিনিয়োগকারীরা গুজবের ওপর পুঁজিবাজারে বিনিয়োগ করে। কিন্তু দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য পুঁজিবাজরকে গুরুত্ব দিতে হবে।

একই সঙ্গে পুঁজিবাজারের উন্নয়নে প্রতিনিয়ত অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ে সমন্বয় বৈঠক করার দাবি জানান বিএসইসি চেয়ারম্যান।

অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, ব্যাংকের গভর্নর ফজলে কবির, এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া প্রমুখ  ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্যাট নিউজ:স্থানীয় সংবাদ দাতা: