Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/sattacad/public_html/blog/wp-config.php on line 101
বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরি | স্যাট একাডেমী ব্লগ
Site icon স্যাট একাডেমী ব্লগ

বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরি

বাংলাদেশ বিমান বাহিনীর ৮৩ বিএএফএ কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৮ জুন পর্যন্ত নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে যোগ দিতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী
কোর্সের নাম: ৮৩ বিএএফএ কোর্স
পদের নাম: অফিসার ক্যাডেট
শাখার নাম: জিডি (পি), ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজিক্যাল ও ফিন্যান্স
শিক্ষাগত যোগ্যতা: নির্ধারিত জিপিএসহ এসএসসি, এইচএসসি/সমমান
বয়স: ২৬ ডিসেম্বর ২০২০ তারিখে ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছরের মধ্যে
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
শারীরিক যোগ্যতা: পুরুষের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি, নারীর ক্ষেত্রে জিডি(পি) কমপক্ষে ৬৪ ইঞ্চি, অন্যদের ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি।
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী
চোখের মাপ: ৬ বাই ৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন
বেতন: ১০,০০০ টাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা
joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইট অথবা joinBAF অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিস্তারিতঃ👇👇👇👇