Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/sattacad/public_html/blog/wp-config.php on line 101
স্বপ্ন/লক্ষ্য/উদ্দেশ্য!!! | স্যাট একাডেমী ব্লগ
Site icon স্যাট একাডেমী ব্লগ

স্বপ্ন/লক্ষ্য/উদ্দেশ্য!!!

বন্ধুরা তোমাদেরকে যদি প্রস্ন করি তোমার জীবনের লক্ষ্য/উদ্দেশ্য /স্বপ্ন কি?

তোমরা নিস্বন্দেহে উত্তর দিবে —
আমি ডাক্তার/ইনজিনিয়ার/বিসিএস ক্যাডার/ব্যাংকের বড় অফিসার/বড় রাজনীতিবিদ/বিশিষ্ট ব্যক্তি/বড় সাংবাদিক/বিশিষ্ট ব্যবসায়ী/বড় আইনজীবি/বড় কোম্পানির ম্যানেজার/এমডি/কোটি কোটি টাকার মালিক/ধার্মিক ব্যক্তি/গাড়ীবাড়ী করব/ভাল শিক্ষক/ভাল মানুষ হব ইত্যাদি……

কিন্তু আমি কি হতে চাই জানো???

আমি হতে চাই শুধুই মানুষ!
যে মানুষটা নিজেকে সবার মাঝে দেখতে চাই ৷ হতে চাই সেই মানুষ, যে মানুষটা নিজের সাথে অপরকেও সমান তালে ভাল বাসবে এবং অপরকে ভালবাসা শিখাবে৷

হতে চাই সে মানুষ যে শিখাতে পারবে জীবনের মানে কি!

আমি হতে চাই সেই বার্তা বাহক যে শিখাতে পারবে ধর্মের জন্য মানুষ নয় মানুষের জন্য ধর্ম

আমি হতে চাই সেই মানুষ যে সকল মানুষকে এই বার্তা দিবে যে, আমরা একই পিতার সন্তান।
আমাদের সকলের আদি পিতা আদম (আ:)।

আমি হতে চাই সেই ভালবাসার বার্তা বাহক, যে মানুষকে জয় করবে শুধুই ভালবাসা দিয়ে। যেখানে থাকবে না কোন পাওয়ার, থাকবেনা কোন টাকার অহংকার, থাকবে শুধুই মনুষত্ব্য আর অপরের প্রতি অগাধ ভালবাসা ৷

আমি হতে চাই সেই মানুষ, যে মানুষটা তখন-ই ধন্য হবে যখন সে নিজেক সম্পূর্ণরুপে অপরের মাঝে বিলিয়ে দিতে পারবে।

আমার স্বপ্ন !!!
অামি আবারও প্রমাণ করতে চাই শুধু ভোগেই সুখ নাই, ত্যাগেও সুখ অাছে ৷ আর আল্লাহ মানুষ সৃস্টি করেছেন মানুষের জন্য৷
তাইতো পরিশেষে আবারও বলতে বাধ্য হচ্ছি যে, আমরা আমাদের জন্য!!!!
আমাদের ভালবাসার শুরু “#SATT Academy দিয়ে।

আমরা আপনাদের সহযোগীতা চাই