ওয়েব সার্ভার বিক্রিকারী প্রতিষ্ঠান ম্যানেজ করবে নাকি ক্রেতা তার নিজ দায়িত্বে ম্যানেজ করবে তার উপর নির্ভর করে ম্যানেজড ও আনম্যানেজড বলা হয়ে থাকে।
সব ধরনের শেয়ার এবং রিসেলার হোস্টিং বাই ডিফল্ট ম্যানেজড থাকে । এই সারভারের সমস্যাগুলো সাধারনত হোস্টিং প্রভাইডার করে দিবে।
তবে ভিপিএস এবং ডেডিকেটেড সার্ভার সময় ম্যানেজমেন্ট কে করবে সেটা আপনাকে জেনে নিতে হবে।
Un-managed:
আন-ম্যানেজড সারভারের সাধারনতঃ অপারেটিং সিস্টেম ইনস্টল (লিনাক্সের ক্ষেত্রে) করে দেওয়া থাকে এবং বেসিক সার্ভিসগুলো দেওয়া থাকতে পারে। তবে হোস্টিং সফটওয়্যার কেনার কারনে অনেক প্রোভাইডার সেই সফটওয়্যার ইনস্টল করে দিবে।
Managed:
কিছু প্রতিষ্ঠান ম্যানেজ সার্ভিস বিক্রি করে থাকে। অনেক প্রতিষ্ঠান মাসিক চার্জের ভিত্তিতে ম্যানেজ সার্ভিস প্রদান করে। ওয়েব হোস্টিং ব্যবসা করতে হলে সাধারন ম্যানেজগুলো জেনে রাখলে ভাল।
আমরা ভাল হোস্টিং প্রভাইডারের কাছে আমাদের ওয়েবসাইট হোস্ট করার পরামর্শ দিয়ে থাকি। এছাড়া ও বিস্তারিত ডোমেইন হোস্টিং সম্পর্কে জানতে নিচের লিঙ্কগুলো ভিজিট করতে পারেন।
হোস্টিং জগতে সবচেয়ে কম মুল্যে SSD হোস্টিং দিচ্ছে স্যাট হোস্ট
বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত হোস্টিং প্রভাইডার কোম্পানি www.satthost.com
ভিপিএস হোস্টিং- ভার্চুয়াল প্রাইভেট সার্ভার কি?
ম্যানেজড ও আনম্যানেজড হোস্টিং?
স্যাট একাডেমি ব্লগে পাবলিশ এর জন্য আপনার যেকোনো লেখা পাঠাতে আমাদের ই্মেইল করুন info@sattit.com
অথবা এখানে ক্লিক করে সরাসরি পোস্ট করুন। আপনার লেখা রিভিউ শেষে পাবলিশ করা হবে।