WHMCS হল ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, বিলিং, এবং ক্লায়েন্ট সাপোর্ট সিস্টেম অনলাইন এপ্লিকেশন বা সফটওয়্যার যা অনলাইন বিজনেসের জন্য ব্যাবহার করা হয় । WHMCS এ এমন কিছু অটোমেশন সিস্টেম দেয়া থাকে যা অনলাইন বিজনেস এর জন্য অনেক গুরত্বপূর্ণ। WHMCS সব থেকে বেশি ব্যবহৃত হয় ওয়েব হোস্টিং বিজনেসে ।
শুধু তাই নয় বর্তমানে সব থেকে বেশি ব্যবহৃত ওয়েব হোস্টিং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, বিলিং, এবং ক্লায়েন্ট সাপোর্ট সফটওয়্যার এর মধ্যে WHMCS অন্যতম । WHMCS এর কিছু সুবিধা যেমন- ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, বিলিং, ক্লায়েন্ট সাপোর্ট ডোমেইন রেজিস্ট্রেশন সিস্টেম এবং ম্যানেজমেন্ট ক্লায়েন্ট অটোমেটিক ইনভয়েস, বিলিং রিমাইন্ডার হোস্টিং এবং ডোমেইন অর্ডার সিস্টেম প্রোডাক্ট, সার্ভিস অর্ডারিং তাছাড়া রয়েছে আরও অনেক ফিচার।
এছাড়া ও WHMCS এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের সবগুলো ফিচার দেখে নিতে পারবেন।
কিভাবে আপনার বিজনেসে WHMCS ব্যবহার করবেন?!
WHMCS ব্যবহার করতে হলে আপনাকে WHMCS প্রভাইডার এর কাছ থেকে যে কোন একটা প্যাকেজ কিনে নিতে হবে।
যেভাবে WHMCS প্যকেজ কিনবেন?
প্রথমে আপনাকে WHMCS এর অফিসিয়াল ওয়েবসাইট এ ভিজিট করতে হবে। এখানে Get Started বাটন এ ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন।
এখান থেকে আপনার প্যাকেজ সিলেক্ট করার জন্য নির্ধারিত প্যাকেজ থেকে Purchase Plan এ ক্লিক করুন।
আপনার প্রয়োজনে আপনি এখান থেকে Extra Add-ons Service এবং Professional Service অর্ডার লিস্ট এ এড করতে পারবেন। এরপর Checkout বাটন এ ক্লিক করুন।
যদি এখানে আপনার আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে আপনি Already Registered? বাটন এ ক্লিক করে আপনার আগের অ্যাকাউন্ট টি লগইন করে পেমেন্ট করতে পারবেন।
আর এখানে আপনার কোন অ্যাকাউন্ট না থাকলে, এখানে চাওয়া সব ইনফর্মেশন সঠিক ভাবে দিয়ে Complete Order এ ক্লিক করুন।
আর এখান পেমেন্ট করতে হলে অবশ্যই আপনাকে ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড এর মাধ্যমে পেমেন্ট করতে হবে, যেমনঃ PayPal, Bank Credit Card (Visa, Master Card, American Express etc.)
আমি এখানে পেমেন্ট মেথড হিসেবে PayPal সিলেক্ট করেছি, তাই PayPal লগইন স্ক্রীন দেখাচ্ছে। PayPal এর মাধ্যমে পেমেন্ট করতে এখান থেকে আপনার PayPal অ্যাকাউন্ট লগইন করে নিন।
আর যদি PayPal অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি এখানে সবগুলো ইনফর্মেশন সঠিক ভাবে দিয়ে একটি PayPal অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন।