Site icon স্যাট একাডেমী ব্লগ

Why Need Team?

 TEAMএর গুরুত্বঃ টিম বলতে অনেকগুলো একক বা ব্যক্তিকে একসাথে একত্রিত করাকে বুঝায়। টিম হয়ে কাজ করলে বড় বড় এবং জটিল কাজও সহজ হয়ে যায়। ফলে খুব খুব সহজেই সফলতার দেখা মিলে।


টিম এর প্রতিটি সফলতার পেছনেই থাকে প্রতিটি একক তথা মেম্বার এর টিমের জন্য অনেক ত্যাগ, টিম তথা টিম মেম্বারদের প্রতি ভালোবাসা, টিমের প্রতি দায়িত্ববোধ এবং সফলতার তাড়না।


টিমের প্রতিটি মেম্বার এর মধ্যে এই সবগুলো থাকা সত্ত্বেও টিম এর সফলতা নিশ্চিত নয়, এরপরেও একটি মূখ্য জিনিস থাকতে হবে। তা হল টিম লিডার এর প্রতি বিশ্বাস, ভালোবাসা এবং টিম লিডারকে ফলো করুন।


জীবনে কিছু করার ইচ্ছা থাকলে এটাই সঠিক সময়, সঠিকভাবে সময়কে কাজে লাগান এবং নিজের সময়কে মূল্যায়ন করুন আর নিজেদের কাজের মাধ্যমে নিজেদেরকে সেরা টিম হিসেবে প্রমান করুন । এটা অনেক কঠিন কিছু না, জাস্ট কমিটেড হউন, প্রায়োরেটি বেস কাজ করুন সফলতা আপনার ই।।।