'জীবনস্মৃতি' কার আত্মজীবনী?
বুদ্ধদেব বসু
রবীন্দ্রনাথ ঠাকুর
রজনীকান্ত সেন
সৈয়দ মুজতবা আলী
Description (বিবরণ) :
প্রশ্ন: 'জীবনস্মৃতি' কার আত্মজীবনী?
ব্যাখ্যা:
'জীবনস্মৃতি' রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী।
জীবনস্মৃতি ১৩১৯ (জুলাই ১৯১২) সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। গগনেন্দ্রনাথ ঠাকুর - কর্তৃক অঙ্কিত চব্বিশটি চিত্রে শোভিত হইয়া এই প্রথম সংস্করণ বাহির হয়।
তৎপূর্বে জীবনস্মৃতি প্রবাসী মাসিকপত্রে (ভাদ্র ১৩১৮ - শ্রাবণ ১৩১৯) ধারাবাহিক ভাবে প্রকাশিত। প্রবাসীতে রচনাটি সমর্পণ করিবার পূর্বে পত্রিকার সহকারী সম্পাদক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সহিত রবীন্দ্রনাথের যে - পত্রালাপ হয় ১৩৪৮ কার্তিকের প্রবাসী হইতে তাহার প্রাসঙ্গিক অংশগুলি উদ্ধৃত হইল।
Related Question
'জীবনস্মৃতি' -কার আত্মজীবনী?
মীর মশাররফ হোসেন
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
শেখ মুজিবুর রহমান
'জীবনস্মৃতি' কার রচনা?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রবীন্দ্রনাথ ঠাকুর
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
রোকেয়া সাখাওয়াত হোসেন