'সই কে শুনাইল শ্যাম নাম' পদটির রচয়িতা কে?
চন্ডীদাস
জ্ঞানদাস
গোবিন্দ দাস
দ্বিজ চন্ডীদাস
Description (বিবরণ) :
প্রশ্ন: 'সই কে শুনাইল শ্যাম নাম' পদটির রচয়িতা কে?
ব্যাখ্যা:
'সই কে শুনাইল শ্যাম নাম' পদটির রচয়িতা চন্ডীদাস।
চণ্ডীদাস (১৩৭০ - ১৪৩০), মধ্যযুগের চতুর্দশ শতকের বাঙালি কবি। তিনি চৈতন্য - পূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী রচয়িতা হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন।
চৈতন্যদেবের জন্মের আগে থেকেই চণ্ডীদাসের নামোল্লেখিত বহু গীতিপদ মানুষের মুখে মুখে ফিরত। চৈতন্যদেব নিজে তার পদ আস্বাদন করতেন। শ্রুতি আছে, রজকিনী রামী তার সহজসাধনের সঙ্গিনী ছিলেন।
Related Question
”সই কেবা শুনাইল শ্যামনাম” পদটি কোন বৈষ্ণব কবির রচনা?
জ্ঞানদাস
গোবিন্দদাস
দ্বিজ চন্ডিদাস
বলরাম দাস
‘সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া” এ অমর উক্তির রচয়িতা;
ভারতচন্দ্র
লুইপা
রামাই,পন্ডিত
চন্ডীদাস