টেলিভিশনের বাংলা কার্টুন সিরিজ 'মীনা' কোন শিল্পীর সৃষ্টি?

রফিকুন্নবী

হাসেম খান

তানভির কবির

মুস্তাফা মনোয়ার


Description (বিবরণ) :

প্রশ্ন: টেলিভিশনের বাংলা কার্টুন সিরিজ 'মীনা' কোন শিল্পীর সৃষ্টি?

ব্যাখ্যা:

বাংলাদেশের মিনা কার্টুন নির্মিত শিল্পী মোস্তফা মনোয়ার।

মুস্তাফা মনোয়ার (জন্ম: - ১ সেপ্টেম্বর, ১৯৩৫) বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। চিত্রশিল্পে তার স্বতঃস্ফুর্ত পদচারণা, বাংলাদেশে নতুন শিল্প আঙ্গিক পাপেটের বিকাশ, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন, শিল্পকলার উদার ও মহত্‍ শিক্ষক হিসেবে নিজেকে মেলে ধরা, দ্বিতীয় সাফ গেমসের মিশুক নির্মাণ।


Related Question

বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে?

১৯৪৭ খৃঃ

১৯৫৮ খৃঃ

১৯৬৪ খৃঃ

১৯৬৫ খৃঃ

টেলিভিশনের বাংলা কার্টুন সিরিজ 'মীনা' কোন শিল্পীর সৃষ্টি?

রফিকুন্ননী

হাসেম খান

তানভির কবির

মুস্তফা মনোয়ার

ঢাকা টেলিভিশনের প্রথম নাটক কোনটি?

একতলা দোতলা

জমিদার দর্পণ

কবর

অ্যান্থনি মারকাস

রঙিন টেলিভিশনের মৌলিক রং গুলো কি কি ?

আসমানী,সবুজ, নীল

নীল, সবুজ, লাল

সাদা, লাল, সবুজ

হলুদ ,লাল, নীল