প্রবল জোয়ারের কারণ, এ সময় ------
সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে
চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
পৃথিবীর সূর্যর সবচেয়ে কাছে থাকে
সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
Description (বিবরণ) :
প্রশ্ন: প্রবল জোয়ারের কারণ, এ সময় ------
ব্যাখ্যা:
পৃথিবীর বাইরের মহাকর্ষীয় শক্তির (বিশেষ করে চাঁদের) প্রভাবে সমুদ্রপৃষ্ঠের পানি নিয়মিত বিরতিতে ফুলে ওঠাকে জোয়ার ও নেমে যাওয়ার ঘটনাকে ভাঁটা (একত্রে জোয়ার - ভাটা) বলা হয়। জোয়ার - ভাটার ফলে সমুদ্রে যে তরঙ্গের সৃষ্টি হয়, তাকে জোয়ার তরঙ্গ (tidal waves) বলে। জোয়ারের পানি উপকূলের দিকে অগ্রসর হলে পানি সমতলের যে উত্থান ঘটে, তাকে জোয়ারের পানির সর্বোচ্চ সীমা (high tide water) এবং ভাটার পানি সমুদ্রের দিকে নেমে যাওয়ার সময় পানি সমতলের যে পতন ঘটে, তাকে জোয়ারের পানির সর্বনিম্ন সীমা (low tide water) বলে।
Related Question
প্রবল জোয়ারের কারণ, যখন ----
সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে
চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে
পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
সূর্য ও চন্দ্র পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
প্রবল জোয়ারের কারণ, এ সময় ----
চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
সূর্য, পৃথিবী ও চন্দ্র এক সরলরেখায় থাকে
সূর্য ও চন্দ্র পৃথিবীর সাথে সমকোণ করে থাকে
প্রবল জোয়ারের কারণ, এ সময়-
চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
সুর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে
প্রবল জোয়ারের কারণ, এ সময়-
সূর্য এবং চন্দ্র পৃথিবী সাথে সমকোণ থাকে
চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় থাকে