যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় ------

আয়ন বায়ু

প্রত্যয়ন বায়ু

মৌসুমী বায়ু

নিয়ত বায়ু


Description (বিবরণ) :

প্রশ্ন: যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় ------

ব্যাখ্যা:

নিয়ত বায়ুপ্রবাহ

বায়ুচাপের পার্থক্যই নিয়ত বায়ুপ্রবাহের প্রধান কারণ, যেখানে বায়ুচাপ বেশি, সেখান থেকে যেদিকে বায়ুচাপ কম, সেদিকেই বায়ু প্রবাহিত হয় । এই নিয়ম মেনে পৃথিবীর চারটি স্থায়ী উচ্চচাপ বলয় থেকে তিনটি স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিত ভাবে ও নির্দিষ্ট গতিতে প্রবাহিত বায়ুই হল নিয়তবায়ু প্রবাহ ।


Related Question

ঋতু পরিবর্তনের সাথে যে বায়ু প্রবাহের দিক পরিবর্তিতত হয় তাকে বলে---

আয়ন বায়ু

প্রত্যায়ন বায়ু

মৌসুমী বায়ু

স্থানীয় বায়ু