'বৈরাগ্য সাধনে ----- সে আমার নয়' শূণ্যস্থান পূরণ করুন।

মুক্তি

আনন্দ

বিশ্বাস

আশ্বাস


Description (বিবরণ) :

প্রশ্ন: 'বৈরাগ্য সাধনে ----- সে আমার নয়' শূণ্যস্থান পূরণ করুন।

ব্যাখ্যা:

বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। প্রদত্ত লাইনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতার নাম।কবিতার প্রথম লাইন ও উপরের অংশটুকু।


Related Question