এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে অ্যাস্কাপ (ESCAP) সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে?

APEC

CREC

EAEG

ECO


Description (বিবরণ) :

প্রশ্ন: এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে অ্যাস্কাপ (ESCAP) সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে?

ব্যাখ্যা:

এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে অ্যাস্কাপ (ESCAP) সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে - APEC।

এশিয়া - প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ( এপেক ) ২1 টি প্যাসিফিক রিম সদস্য অর্থনীতির জন্য একটি ফোরাম যা এশিয়া - প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে ফ্রি ট্রেড প্রচার করে।

1989 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এশিয়া - প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপান (জি 7 - এর সদস্য) অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর আধিপত্য বিস্তার করবে এমন আশঙ্কা দূর করার জন্য; এবং ইউরোপের বাইরে কৃষি পণ্য এবং কাঁচামাল জন্য নতুন বাজার স্থাপন

APEC (Epec) সহ এশিয়ান প্যাসিফিক ইকোনোমিক কোঅপারেশন এর আদ্যক্ষর গ্রহণ এশিয়া - প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতার জন্য মন্ত্রী পর্যায়ের সম্মেলন। অংশগ্রহণকারী দেশ জাপান, চীন, কোরিয়া, তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন ইত্যাদি।


Related Question

এশিয়ার দীর্ঘতম নদ কোনটি?

হোয়াংহো

ইয়াংসিকিয়াং

গঙ্গা

সিন্ধু

আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি

মালদ্বীপ

মালয়েশিয়া

নেপাল

ভুটান

এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি

ভুটান

নেপাল

শ্রীলংকা

মালদ্বীপ

এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়?

থাইল্যান্ড ও সিঙ্গাপুরে

জাপান ও ভারতে

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়

নেপাল ও বাংলাদেশে