তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি। -কোন ধরনের বাক্য?
যৌগিক
মিশ্র
সরল
জটিল
Description (বিবরণ) :
প্রশ্ন: তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি। -কোন ধরনের বাক্য?
ব্যাখ্যা:
তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি। এটি একটি যৌগিক বাক্য।
যৌগিক বাক্যঃ পরস্পর নিরপেক্ষ দুই বা দুয়ের অধিক বাক্য যখন কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে, তখন তাকে যৌগিক বাক্য বলে। যেমন - সে দরিদ্র, কিন্তু সুখী।
Related Question
”তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি” এটি কোন ধরনের বাক্য?
সরল বাক্য
মিশ্র বাক্য
যৌগিক বাক্য
বৈপরীত্যমূলক বাক্য
“যদিও তার বয়স বেড়েছে, তথাপি বুদ্ধি বাড়েনি”- বাক্যটি কোন ধরনের বাক্য?
জটিল বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
মিশ্র বাক্য