The right Bangla translation of "He came off with flying colours"?

তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন

বিজয়ের গৌরব নিয়ে তিনি উড়ে এসেছিলেন

তিনি রং ছিটাতে ছিটাতে এসছিলেন

তিনি উড়ন্ত রং নিয়ে এসেছিলেন


Description (বিবরণ) :

প্রশ্ন: The right Bangla translation of "He came off with flying colours"?

ব্যাখ্যা:

"He came off with flying colours" বাক্যটির সঠিক বাংলা অনুবাদ হচ্ছে - তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন।

Come off with flying colours - এর অর্থ বিজয়ী হওয়া সাফল্য অর্জন করা। সুতরাং phrase meaning হিসেবে (ক) 'তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন' এটাই সঠিক।


Related Question