তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে?

ফরাসি

আরবি

তুর্কি

পর্তুগিজ


Description (বিবরণ) :

প্রশ্ন: তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে?

ব্যাখ্যা:

বাংলায় ব্যবহৃত আরবি শব্দুলোকে ২ টি প্রধান ভাগে ভাগ করা যায় -

১/ধর্ম সংক্রান্ত : আল্লাহ, ইসলাম, ঈমান, ওজু, কুরান, কিয়ামত, গোসল, জাহান্নাম, তওবা, তসবি, হজ ইত্যাদি।

২/প্রশাসনিক ও সংস্কৃত শব্দ: আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, তারিখ, ওজর, ইজলাস, কলম, কিতাব, খারিজ ইত্যাদি।

তাই সঠিক উত্তর : আরবি শব্দ।