'বীরবল' ছদ্মনামটি কার ?
প্রমথ চৌধুরী
সিরাজু ইসলাম চৌধুরী
মোতাহার হোসেন চৌধুরী
মুনীর চৌধুরী
Description (বিবরণ) :
প্রশ্ন: 'বীরবল' ছদ্মনামটি কার ?
ব্যাখ্যা:
প্রমথ চৌধুরী কিছুদিন কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা করেন । কিছুকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে পড়ান । তিনি ঠাকুর এস্টেটের ম্যানেজার ছিলেন। এছাড়াও তিনি মাসিক সবুজপত্র ও বিশ্বভারতী সম্পাদনা করেন। রবীন্দ্রনাথের অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুরের(১৮৪২ - ১৯২৩) কন্যা ইন্দিরা দেবীর (১৮৭৩ - ১৯৬০) সহিত তাহার বিবাহ হয়। তিনি ছিলেন রবীন্দ্রনাথের ভাইঝি জামাই। লেখক আশুতোষ চৌধুরী(১৮৮৮ - ১৯৪৪) সম্পর্কে প্রমথ চৌধুরীর অগ্রজ। রবীন্দ্রনাথের ভগিনী প্রতিভা দেবীর সহিত আশুতোষ চৌধুরী বিবাহ হয়। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার সম্পাদিত সবুজ পত্র বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে আগ্রণী ভূমিকা পালন করে। তার প্রবর্তিত গদ্যরীতিতে “সবুজ পত্র” নামে বিখ্যাত সাহিত্যপত্র ইতিহাসে প্রতিষ্ঠিত হয়েছে। তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। তিনি বাংলা সাহিত্যে ইতালিয় সনেট এর প্রবর্তক।
Related Question
কোন খ্যাতিমান লেখক 'বীরবল' ছদ্মনামে লিখতেন?
প্রমথনাথ বিশী
প্রমথ চৌধুরী
প্রেমেন্দ্র মিত্র
প্রমথ নাথ বসু
'বীরবল' নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম------
প্রমথ চৌধুরী
ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
সুধীন্দ্রনাথ দত্ত
নবীনচন্দ্র সেন
' বীরবলের হালখাতা' গ্রন্থটি কোন ধরনের রচনা?
কাব্য
নাটক
উপন্যাস
প্রবন্ধ
' বীরবল' ছদ্মনামে কে লিখতেন?
রবীন্দ্রনাথ ঠাকুর
মুনীর চৌধুরী
সমরেশ বসু
প্রমথ চৌধুরী
'বীরবল' কার ছদ্মনাম ?
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
বলাইচাঁদ মুখোপাধ্যায়
সমরেশ বসু
'বীরবল' কার ছদ্মনাম?
প্রমথনাথ বিশী
প্রমথ চৌধুরী
প্রবোধ কুমার স্যান্নাল
প্রেমেন্দ্র মিত্র