জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?

১০

১৫

১৮


Description (বিবরণ) :

প্রশ্ন: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?

ব্যাখ্যা: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫। এর মধ্যে ৫ টি দেশ স্থায়ী এবং ১০ টি অস্থায়ী সদস্য। স্থায়ী ৫ সদস্য হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ,ফ্রান্স ,রাশিয়া ও চীন। অস্থায়ী ১০ সদস্য ২ বছরের জন্য নির্বাচিত হয়। ১৯৬৫ সালের পূর্ব পর্যন্ত নিরাপত্তা পরিষদের সদস্য ছিল ১১ টি।


Related Question

জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন-----

উ থান্ট

ট্রিগভেলি

দ্যাগ হ্যামারশোল্ড

কুট ওয়াল্ডহেইম

জাতিসংঘ দিবস পালিত হয় -----

২৪ অক্টোবর

২৪ আগস্ট

২৪ ডিসেম্বর

২৪ নভেম্বর

বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ?

১২৫ তম

১২৯ তম

১৩৬ তম

১৪৬ তম