বাক্যে এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে?
আসত্তি
আকাঙ্ক্ষা
যোগ্যতা
আসক্তি
Description (বিবরণ) :
প্রশ্ন: বাক্যে এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে?
ব্যাখ্যা: আকাঙ্ক্ষা : বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাই আকাঙ্ক্ষা। যেমন - 'চন্দ্র পৃথিবীর চারিদিকে' বলতে বাক্যটি সম্পূর্ণ মনোভাব বিজ্ঞাপিত করে না। আরও কিছু শোনার ইচ্ছা হয়। বাক্যটি এভাবে পূর্ণাঙ্গ করা যায়ঃ চন্দ্র পৃথিবীর চারদিক ঘোরে।