Look before you leap . The word 'before' used in a sentence is ____ .

Preposition

Conjunction

Adverb

Noun


Description (বিবরণ) :

প্রশ্ন: Look before you leap . The word 'before' used in a sentence is ____ .

ব্যাখ্যা: Look before you leap - 'ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না । এই বাক্যে ব্যবহৃত before শব্দটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন Parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে । তবে উক্ত বাক্যে before শব্দটি সংযোগমূলক অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং এটা এখানে conjunction ।


Related Question

Look before you leap .

লাফ দেবার আগে তকাও ।

ভাবিয়া করিও কাজ ।

আগে ভাবিয়া পরে লাফ দিবে ।

দেখে নাও পরে লাফ দাও ।

"Look before you leap"-

দেখে নাও পরে লাফ দাও

লাফ দেয়ার আগে তাকা ও

ভাবিয়া করিও কাজ

আগে ভাবিয়া পরে লাফ দাও

ইংরেজি প্রবাদ 'Look before you leap' এর অর্থ কী?

কাজের ভাবনা কেন

কাজ করতে ভাবিও

ভাবিয়া চিন্তিয়া কাজ কর

ভাবিয়া করিও কাজ

`Look before you leap' Here `look' is-

a subordinate clause

not a clause

the principal clause

a verb clause