কোন দুটি মূল স্বরধ্বনি নয়?

ঐ, ঔ

ঐ, অ

আ, ঔ

ই, ঔ


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন দুটি মূল স্বরধ্বনি নয়?

ব্যাখ্যা:

ঐ, ঔ দুটি মূল স্বরধ্বনি নয়।

বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সাতটি। যথা - অ, আ, ই, উ, এ, অ্যা, ও। অপরদিকে বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা ২৫ টি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর জ্ঞাপক দুটি বর্ণ ঐ এবং ঔ।