সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য বায়ু থেকে গ্রহণ করে-
জলীয় বাষ্প
অক্সিজেন
নাইট্রোজেন
কার্বন-ডাই-অক্সাইড
Description (বিবরণ) :
প্রশ্ন: সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য বায়ু থেকে গ্রহণ করে-
ব্যাখ্যা: সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য বায়ু থেকে গ্রহণ করে কার্বন ডাই - অক্সাইড । এ প্রক্রিয়ার উদ্ভিদ সূর্যালোকে তার কোষস্থা পানি , অন্যান্য শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং উপজাত হিসেবে অক্সিজেন ত্যাগ করে।