”বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর” কোন মন্ত্রনালয়ের অধীন?

কোনটিই নয়

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর কার্যালয়


Description (বিবরণ) :

প্রশ্ন: ”বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর” কোন মন্ত্রনালয়ের অধীন?

ব্যাখ্যা:

'বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর' প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকা আগারগাঁও এ অবস্থিত। এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। প্রদত্ত অপশন গুলোর মধ্যে এর উত্তর নেই। তাই সঠিক উত্তর কোনোটিই নয় হবে।


Related Question

”বাংলাদেশ স্বপ্ন দেখে” গ্রন্থটির লেখক কে ?

সুফিয়া কামাল

নির্মলেন্দু গুণ

সৈয়দ শামসুল হক

শামসুর রাহমান

”বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের" দলিলপত্র” সম্পাদনা করেন--

হাসান হাফিজুর রহমান

হাসান আজিজুল হক

সিকান্‌দার আবু জাফর

শামসুর রাহমান

”বাংলাদেশ ও বঙ্গবন্ধু” গ্রন্থটির লেখক কে?

মোনায়েম সরকার

এম. আর. আখতার মুকুল

শওকত ওসমান

উপরের কেউ নন

”বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান”-এর সম্পাদক কে ছিলেন?

মুহম্মদ শহীদুল্লাহ

মুহম্মদ এনামুল কত

মুহম্মদ আবদুল হাই

আহমদ শরীফ

”বাংলাদেশ স্বপ্ন দ্যাখে” কার রচিত কাব্যগ্রন্থ?

শামসুর রাহমান

জাহানারা আরজু

হাসান হাফিজুর রহমান

আল মাহমুদ