”জায়া ও পতি” সমাস করলে কি হয়?

স্বামী-স্ত্রী

পতি-পত্নী

দম্পতি

জায়া-পতি


Description (বিবরণ) :

প্রশ্ন: ”জায়া ও পতি” সমাস করলে কি হয়?

ব্যাখ্যা:

জায়া ও পতি = দম্পতি, এটি দ্বন্দ্ব সমাস।

যে সমস্যায় প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন তাল ও তমাল = তাল তমাল, দোয়াত ও কালি = দোয়াত কালি ইত্যাদি।