'অনল প্রবাহ' রচনা করেন -----

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

মোজাম্মেল হক

এয়াকুব আলী চৌধুরী

মুনিরুজ্জামান ইসলামাবাদী


Description (বিবরণ) :

প্রশ্ন: 'অনল প্রবাহ' রচনা করেন -----

ব্যাখ্যা: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০ - ১৯৩১) ছিলেন একজন বাঙালি লেখক ও কবি। তিনি ১৯ ও ২০ শতকে বাঙালি মুসলিম পুনর্জাগরণের প্রবক্তাদের একজন। তিনি মুসলিমদের জন্যে বিজ্ঞানসাধনা, মাতৃভাষাচর্চা, নারীদের শিক্ষা এসবের পক্ষে লেখালেখি করেন। তার অনল - প্রবাহ কাব্যগ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করে এবং তিনি কারাবন্দী হন।


Related Question

"অনল প্রবাহ" কার রচনা?

মোজাম্মেল হক

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বন্দে আলী মিয়া

”অনল প্রবাহ” কে লিখেছেন?

এয়াকুব আলী চৌধুরী

বন্দে আলী মিয়া

কায়কোবাদ

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

’অনল প্রবাহ’ কাব্যটি কার?

কায়কোবাদ

ইসমাইল হোসেন সিরাজী

মোজাম্মেল হক

কাজী ইমদাদুল হক

'অনল প্রবাহ' গ্রস্থের রচয়িতা --

কায়কোবাদ

বন্দে আলী মিয়া

ফররুখ আহমদ

ইসমাইল হোসেন সিরাজী