মধ্যপদলোপী কর্মধারয়- এর দৃষ্টান্ত
ঘর থেকে ছাড়া -----ঘরছাড়া
অরুণের মতো রাঙা -----অরুণরাঙা
হাসিমাখা মুখ -----হাসিমুখ
ক্ষণ ব্যাপিয়া স্থায়ী -----ক্ষণস্থায়ী
Description (বিবরণ) :
প্রশ্ন: মধ্যপদলোপী কর্মধারয়- এর দৃষ্টান্ত
ব্যাখ্যা: মধ্যপদলোপী কর্মধারয়: যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন, সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা, স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ, ব্রাহ্মণ ধর্মীয় প্রধান পুরোহিত = ব্রাহ্মণ পুরোহিত, জগতের রক্ষাকারী ঈশ্বর = জগদীশ্বর, সূর্য উদয়কালীন মন্ত্র = সূর্যমন্ত্র, মৌ ভর্তি চাক = মৌচাক, গাছকদম = গাছে ফুটিত কদম, সন্ধিগীত = সন্ধি যোগঘটানো গীত,কাঁচা অবস্থায় কলা = কাঁচকলা।চিকিৎসাশাস্ত্র = চিকিৎসা বিষয়ক শাস্ত্র
Related Question
কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?
পল্লান্ন
মশা-মাঝি
বেহায়া
চিরসুখী
কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস?
গুরুদেব
মৌমাছি
মহাজন
কাঁচামিঠে
কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?
গায়ে হলুদ
চালকুমড়া
ছয়ানি
ছায়াছবি
মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক্ষনস্থায়ী
ঘরছাড়া
হাসিমুখ
ক্ষণস্থায়ী
মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ঘর থেকে ছাড়া-ঘরছাড়া
অরুণের মত রাঙা-অরুণরাঙা
হাসিমাখা মুখ-হাসিমুখ
ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী-ক্ষণস্থায়ী
মধ্যপদলোপী কর্মধারায় সমাসের দৃষ্টান্ত কোনটি?
ক্ষণ ব্যাপিয়া স্থায়ী- ক্ষণস্থায়ী
হাসি মাখা মুখ --হাসিমুখ
অরুণের মতো রাঙ্গা--অরুণরাঙ্গা
ঘর হতে ছাড়া --ঘরছাড়া