Govt. has been entrusted ---- elected politicians.

to

with

for

at


Description (বিবরণ) :

প্রশ্ন: Govt. has been entrusted ---- elected politicians.

ব্যাখ্যা:

Entrust অর্থ হলঃ কোন ব্যক্তি/বিষয়/জিনিস রক্ষা করার ক্ষেত্রে কাউকে বিশ্বাস/নিযুক্ত করা।

যাকে বিশ্বাস করা হবে তাকে নির্দেশ করার জন্য to বসবে। অর্থাৎ Sentence এ to এর পরে বিশ্বাসী ব্যক্তি/বস্তু সংক্রান্ত তথ্য থাকবে।

যে জিনিস বা বিষয়টিকে রক্ষা করা হবে তা নির্দেশ করার জন্য with বসবে। অর্থাৎ যে জিনিস বা বিষয়টিকে রক্ষা করা হবে Sentence এ with এর পরে সে সংক্রান্ত তথ্য থাকবে।

He was entrusted with the care of his uncle.

Govt. has been entrusted to elected politicians.