একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?

২০৬

৩০৬

৪০৬

৫০৬


Description (বিবরণ) :

প্রশ্ন: একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?

ব্যাখ্যা:

একজন সাধারণ মানুষের দেহে ২০৬ টি হাড় থাকে। করোটি এবং মুখমণ্ডল মিলিয়ে ২৯ টি, মেরুদণ্ডে ৩৩ টি, দুই হাতে এবং পায়ে ১৪৪ টি করে হাড় থাকে। মানুষের শরীরে মোট চার ধরণের হাড় থাকে। লম্বা হাড়, খাটো হাড়, সমান্তরাল হাড়, অনিয়মিত হাড়, সিসময়েড হাড় (সংযোগস্থলে থাকে)


Related Question

ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য রাজ সিংহাসন হারান--

পঞ্চম এডওয়ার্ড

ষষ্ঠ এডওয়ার্ড

সপ্তম এডওয়ার্ড

অষ্টম এডওয়ার্ড