'শাশ্বত বঙ্গ' গ্রন্থটির লেখক কে?
মোতাহের হোসেন চৌধুরী
মোহাম্মদ ওয়াজে আলী
কাজী আবদুল ওদুদ
আবুল হুসেন
Description (বিবরণ) :
প্রশ্ন: 'শাশ্বত বঙ্গ' গ্রন্থটির লেখক কে?
ব্যাখ্যা:
'শাশ্বত বঙ্গ' গ্রন্থটির লেখক কাজী আবদুল ওদুদ।
কাজী আবদুল ওদুদ (২৬ এপ্রিল ১৮৯৪ - ১৯ মে ১৯৭০) একজন বাঙালি প্রাবন্ধিক, বিশিষ্ট সমালোচক, নাট্যকার ও জীবনীকার ছিলেন। তিনি বৃহত্তর ফরিদপুর জেলার (বর্তমান রাজবাড়ী জেলার) পাংশায় একটি নিম্ন - মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
তার উল্লেখযোগ্য প্রবন্ধ সম্পাদনা:
শাশ্বত বঙ্গ(১৯৫১)
সমাজ ও সাহিত্য (১৯৩৪)
রবিন্দ্রকাব্য পাঠ (১৩৩৪)
হিন্দু - মুসলমান বিরোধ (১৯৩৬)
নব পর্যায় (২খণ্ড)
Related Question
' শাশ্বত বঙ্গ' গ্রন্থটির রচয়িতা কে?
কাজী মোতাহার হোসেন
আবুল হুসেন
কাজী আবদুল ওদুদ
কাজী আনোয়ারুল কাদির
শাশ্বত বঙ্গ গ্রন্থের রচয়িতা কে?
প্রমথ চৌধুরি
আহমদ শরীফ
আবদুল হক
কাজী আবদুল ওদুদ