'খরলা' উপন্যাসটি কার লেখা?
বুদ্ধদেব বসু
প্রেমেন্দ্র মিত্র
জীবনানন্দ দাশ
বিষ্ণু দে
Description (বিবরণ) :
প্রশ্ন: 'খরলা' উপন্যাসটি কার লেখা?
ব্যাখ্যা:
খরলা উপন্যাসের লেখক প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র কল্লোল যুগের বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি কবি, ছোট গল্পাকার, চিত্রপরিচালক এবংঔপন্যাসিক। বাংলা সাহিত্যে তার সৃষ্ট জনপ্রিয় চরিত্র গুলো হলো - ঘনাদা, মেজ কর্তা, মামা বাবু ইত্যাদি।