শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি?
ধ্বনি
বর্ণ
পদ
উপসর্গ
Description (বিবরণ) :
প্রশ্ন: শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি?
ব্যাখ্যা:
শব্দের ক্ষুদ্রতম অংশ বর্ণ। এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলে তাকে শব্দ বলে। বর্ণগুলো পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ না করলে অর্থবোধক মনের ভাব প্রকাশ না করলে শব্দ হবে না, তাই শব্দের মূল বা ক্ষুদতম একক বর্ণ।
Related Question
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কি?
নীরদ
উদধি
মার্তন্ড
অবনী
'কুজ্ঝটিকা' শব্দের অর্থ হলোঃ
কুয়াশা
অনুকার
প্রভাকর
শৈল
"সংশয়" শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
বিস্ময়
নির্ভয়
দ্বিধা
প্রত্যয়
কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক বা প্রতিশব্দ নয়?
আত্মজ
তনয়
শৈল
নন্দন
কোন শব্দটি অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ?
মৃত
গরল
তিক্ত
সরস
"তাৎক্ষণিক" শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
তৎ + ক্ষণিক
তাৎ + ক্ষণিক
ততক্ষণ + ইক
তৎক্ষণ + ইক