রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

পর্তুগীজ

ওলন্দাজ

জাপানি

ফরাসি


Description (বিবরণ) :

প্রশ্ন: রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ব্যাখ্যা:

বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে, যেগুলো অন্য ভাষা থেকে আগত। এগুলা বিভিন্ন সময়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে এবং ব্যবহার হয়ে আসছে। এর মধ্যে জাপানি শব্দ ও আছে। যেমন:ক্যারাটে, রিক্সা, হারিকিরি ইত্যাদি। তাই সঠিক উত্তর : জাপানি শব্দ।