কোনটি পদ্মার শাখা নদী?

আড়িয়াল খাঁ

ভৈরব

করতোয়া

কর্ণফুর্লী


Description (বিবরণ) :

প্রশ্ন: কোনটি পদ্মার শাখা নদী?

ব্যাখ্যা:

পদ্মা বাংলাদেশের প্রধান নদী।

হিমালয়ে উৎপন্ন গঙ্গানদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত।

পদ্মার সর্বোচ্চ গভীরতা ১,৫৭১ ফুট (৪৭৯ মিটার) এবং গড় গভীরতা ৯৬৮ফুট (২৯৫ মিটার)।

বাংলাদেশে নদীটির দৈর্ঘ্য ১২০ কিলোমিটার

গড় প্রস্থ ১০ কিলোমিটার।

পদ্মার শাখা নদী হলো - আড়িয়াঁল খাঁ।