কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা--
মাওলানা ভাসানী
এ.কে. ফজলুল হক
আবুল হাশিম
সোহরাওয়ার্দী
Description (বিবরণ) :
প্রশ্ন: কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা--
ব্যাখ্যা:
প্রজা পার্টি ছিল ব্রিটিশ ভারতে গঠিত একটি রাজনৈতিক দল।
এর প্রতিষ্ঠাতা ছিলেন - এ কে ফজলুল হক।
প্রথমদিকে একে কাউন্সিল প্রজা পার্টি বা বঙ্গীয় প্রজা পার্টি বলা হত। পরে নিখিল বঙ্গ প্রজা সমিতি ও আরো পরে কৃষক প্রজা পার্টি নাম দেয়া হয়।
১৯২৯ সালের জুলাই মাসে এই দল প্রতিষ্ঠিত হয় এবং ১৯৩৭ সাল পর্যন্ত তা টিকে ছিল।
পরবর্তীকালে পূর্ব পাকিস্তানে কৃষক শ্রমিক প্রজা পার্টি নামে দল পুনপ্রতিষ্ঠিত হয়।
Related Question
কৃষক প্রজা পাটির প্রতিষ্ঠাতা কে?
মাওলানা ভাসানী
এ. কে ফজলুল হক
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
আতাউর রহমান খান
কৃষক প্রজা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়?
১৯৩৬ সাল
১৯০৫ সাল
১৯১১ সাল
১৯৪৭ সাল
কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে?
মাওলানা ভাসানী
এ.কে ফজলুল হক
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
আতাউর রহমান খান