ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
বরাইল
কৈলাস
কাঞ্চনজঙ্গা
গডউইন অস্টিন
Description (বিবরণ) :
প্রশ্ন: ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
ব্যাখ্যা:
ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে।
ব্রহ্মপুত্রের উৎপত্তি হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের নিকট জিমা ইয়ংজং হিমবাহে, যা তিব্বতের পশ্চিমাঞ্চলে অবস্থিত। জাঙপো নামে তিব্বতে পুর্বদিকে প্রবাহিত হয়ে এটি অরুণাচল প্রদেশে ভারতে প্রবেশ করে যখন এর নাম হয়ে যায় সিয়ং।
উৎপত্তিস্থলকে এর দৈর্ঘ্য ২৮৫০ কিলোমিটার। ব্রহ্মপুত্র নদীর সর্বাধিক প্রস্থ ১০৪২৬ মিটার (বাহাদুরাবাদ)। এটিই বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে। ব্রহ্মপুত্রের প্রধান শাখা হচ্ছে যমুনা। এক কালের প্রশস্ত ব্রহ্মপুত্র নদ বর্তমানে (২০১১) শীর্ণকায়।
Related Question
বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে -----
গোয়ালন্দ
বাহাদুরাবাদ
ভৈরববাজার
নারায়ণগঞ্জ
কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে?
জামালপুর
কুড়িগ্রাম
দেওয়ানগঞ্জ
সিরাজগঞ্জ
ব্রহ্মপুত্র শব্দের "হ্ম" যুক্ত বণটি কোন কোন বর্ণের সংযুক্ত রূপ?
ম+হ
হ্+ম
ক্+ষ
ষ্+ণ
ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ হতে উৎপন্ন হয়েছে?
বরাইল
কৈলাস
কাঞ্চনজঙ্ঘা
গডউইন অস্টিন
ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে?
লালমনিরহাট
ভুরুঙ্গামারী
নীলফামারী
কুড়িগ্রাম