বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ হচ্ছে--
সৌদি আরব
কুয়েত
ইরাক
বাহরাইন
Description (বিবরণ) :
প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ হচ্ছে--
ব্যাখ্যা:
মহান মুক্তিযুদ্ধের শেষলগ্নে প্রথম দেশ হিসেবে ভারত ৬ ডিসেম্বর ১৯৭১ (মতান্তরে ৭ ডিসেম্বর) বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
পরবর্তী দেশ হিসাবে ১৯৭১ - এর৭ ডিসেম্বর হিসাবে ভূটান বাংলাদেশকে স্বীকৃতি দেয়
এশিয়ার বাহিরে প্রথম স্বীকৃতিদানকারী দেশ ছিল পূর্ব - জার্মানি ১১ জানুয়ারী ১৯৭২, তারপর বুলগেরিয়া ১২ জানুয়ারী, এবং রাশিয়া - সহ বাকী সোভিয়েত ব্লক দেয় ২৫ জানুয়ারী, ১৯৭২।
প্রথম পশ্চিমী দেশ হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৪ ফেব্রুয়ারী, ১৯৭২। ১৯৭২ - এর ২৫শে ফেব্রুয়ারী পর্যন্ত বাংলাদেশ ৩০ দেশের স্বীকৃতি লাভ করে। মুসলিম দেশের মধ্যে মালেশিয়া এবং ইন্দোনেশিয়া ২৫ ফেব্রুয়ারী, ১৯৭২ স্বীকৃতি দেয়।
প্রথম আরব দেশ হিসবে ইরাক স্বীকৃতি দেয় ৮ জুলাই, ১৯৭২।
প্রথম আফ্রিকান দেশ সেনেগাল স্বীকৃতি দেয় ফেব্রুয়ারী ১৯৭২।
Related Question
আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
ইরাক
আলজেরিয়া
সৌদি আরব
জর্ডান
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি?
ভুটান
ইরাক
ভারত
শ্রীলঙ্কা
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?
রাশিয়া
ভারত
ভূটান
জাপান
বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম -----
ভারত
রাশিয়া
ভুটান
নেপাল
১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল?
৯ টি
১১ টি
১৫ টি
১৭ টি
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
আট
দশ
এগার
পনের