বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
শীতলক্ষ্যা
বুড়িগঙ্গা
মেঘনা
তুরাগ
Description (বিবরণ) :
প্রশ্ন: বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
ব্যাখ্যা:
বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
বাংলাদেশের পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাকল্যাণ্ড বাঁধ একটি তাৎপর্যপূর্ণ স্থাপত্যকীর্তি। ১৮৬৪ সালে ঢাকার তৎকালীন কমিশনার চার্লস থমাস বাকল্যাণ্ড কর্তৃক বাঁধটি নির্মিত হয়।
শাহজাদা আজিমুশশান বুড়িগঙ্গার তীরে, লালবাগ কেল্লা হতে ৪০০ গজ দূরে পোশত নামক স্থানে নিজের জন্য একটি প্রাসাদ গড়েছিলেন। সেই প্রাসাদ আজকের দিনে নদীগর্ভে বিলীন হয়ে গেলেও, এর সীমানা প্রতিরক্ষা বাঁধ বহুদিন পর্যন্ত দৃশ্যমান ছিল। বাঁধটি সোজা ডানদিকে অগ্রসর হয়ে বাবুবাজার খালে গিয়ে শেষ হয়েছে। নদীতে নৌকা নিয়ে যাবার সময় এটা পরিষ্কার দেখা যায়। রেনেলের মতে, ১৭৬৫ সালে বাঁধটি উত্তর - পূর্ব থেকে দক্ষিণ - পশ্চিমের দিকে চার মাইল সম্প্রসারিত হয়। যদিও মুঘল আমলেই বুড়িগঙ্গার তীরে বাঁধ নির্মিত ছিল, বাকল্যাণ্ডই প্রথম ব্যক্তি যিনি বাঁধের উপরে ধাতব রাস্তা নির্মান করেন।
Related Question
বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত ?
বুড়িগঙ্গা
হোয়াংহো
শীতলক্ষ্যা
সিন্ধু
“বাকল্যান্ড বাঁধ” কোন নদীর তীরে অবস্থিত?
শীতলক্ষা
বুড়িগঙ্গা
ধলেশ্বরী
গোমতি
বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
কর্ণফুলী
বুড়িগঙ্গা
মধুমতী
মহানন্দা
বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
বুড়িগঙ্গা
শীতলক্ষা
যমুনা
কর্ণফুলি
বাকল্যান্ড বাঁধ নিচের কোন নদীর তীরে অবস্থিত?
শীতলক্ষ্যা
বুড়িগঙ্গা
কর্ণফুলী
'বাকল্যান্ড বাঁধ' কোন নদীর তীরে অবস্থিত?
বুড়িগঙ্গা
শীতলক্ষ্যা
ধলেশ্বরী
গোমতী