”বুলবুলিতে ধান খেয়েছে”--এই বাক্যের “বুলবুলিতে” শব্দে কোন কারকে কোন বিভক্তি রয়েছে?

করণে ৭মী

অধিকরণে ৭মী

কর্তৃকারকে ৭মী

অপাদানে ৭মী


Description (বিবরণ) :

প্রশ্ন: ”বুলবুলিতে ধান খেয়েছে”--এই বাক্যের “বুলবুলিতে” শব্দে কোন কারকে কোন বিভক্তি রয়েছে?

ব্যাখ্যা:

”বুলবুলিতে ধান খেয়েছে” - - এই বাক্যের “বুলবুলিতে” শব্দে কর্তৃ কারকে সপ্তমী বিভক্তি।

বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা, ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক।

ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই কর্তৃকারক। যেমন: - খোকা বই পড়ে। (কে পড়ে? খোকা - কর্তৃকারক)। মেয়েরা ফুল তোলে। (কে তোলে? মেয়েরা - কর্তৃকারক)।


Related Question

”বুলবুলিতে ধান খেয়েছে” বাক্যের “বুলবুলিতে” কোন কারক ও বিভক্তি রয়েছে?

করণ কারকে সপ্তমী

অধিকরণে সপ্তমী

কর্তৃকারকে সপ্তমী

অপাদানে পঞ্চমী

”বুলবুলিতে ধান খেয়েছে”-এই বাক্যে “বুলবুলিতে” কোন কারকে কোন বিভক্তি?

কর্মে সপ্তমী

করণে সপ্তমী

অধিকরণে সপ্তমী

কর্তায় সপ্তমী